Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাতায়নের ঘটনাপুঞ্জ
ডাউনলোড

এক নজরে ইউনিয়ন

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদটি কেশবপুর উপজেলা থেকে মাইকেল মধুসূদন সড়ক থেকে ৮/১০কিঃমিঃ এসে মঙ্গলকোট বাজারে থেকে বসুন্তিয়া মোড়ে যেতে দোতলা কমপ্লেক্স ভবনে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ অবস্থিত। কেশবপুর থেকে ভ্যান অথবা ইঞ্জিন ভ্যানে বা গাড়ীতে করে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদে আসা যায়।

 

কালের স্বাক্ষী বহনকারী  কেশবপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মঙ্গলকোট ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ মঙ্গলকোট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম –  ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৫৬৭২ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২২৮৭৭জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৯ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৮ টি।

 

    উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,

    মাদ্রাসা- ৩টি।

     প্রাথমিক বিদ্যালয়-১২টি

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/মটরসাইকেল,বাস,নছিমন।

জ) শিক্ষার হার – ৯৪%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: মনোয়ার হোসেন

 

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

    

 

 

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫৭টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – না।তবে এস,বি গার্ডেন

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৬-১-২০১৭

                                    ২) প্রথম সভার তারিখ –

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

       মঙ্গলকোট,পাচপোতা,বসুন্তিয়া,কেদারপুর,রামকৃষ্ণপুর,কন্দর্পপুর,বড়েঙ্গা,মাগুরখালী,ঘাঘা,পাচারই,চুয়াডাঙ্গা,ছোটপাথরা,বড়পাথরা।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৮ জন।