Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

৫নং মঙ্গলকোট ইউনিয়নের বহুদিন ধরে ইতিহাস ও ঐতিয্য বহন করে চলেছে।এখানে সাধারনত বৈশাখ মাসের ৫ তারিখে বিশাল অাকারে ফকির বাড়ির মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানকার মেলার জন্য অনেক দুর থেকে লোকজন ফকির বাড়ী মাজারে আসে।

 মাওলানা মরহুম সাইফুদ্দীন সাহেব বড়েঙ্গা পীরবাড়ি মাজার। এখানে পীর সাহেবের খাদেম ও মুরিদসহ  অনেক ভক্ত বৃন্দ আসেন। 

মঙ্গলকোট ইউনিয়নেরে পাচারই গ্রামে এস বি পার্ক অবস্তিত।এখানে দেখার মত বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের দেখারমদ হাতি ঘোড়া ভল্লুক বানর এবং অনেক পশু পাখি রয়েছে।১০ বিঘা জমির আয়তন বিশিষ্ট পার্কটি অবস্থিত।

কেশবপুর থেকে ৭-৮ কি:মি: বাস এবং ভ্যান মোটরসাইকেল যোগে মঙ্গলকোট অবস্থিত।এখান থেকে ভ্যান করিমন যোগে পাচারই পার্কে যাওয়া যায়।

কেশবপুর থেকে ৭-৮ কি:মি: বাস এবং ভ্যান মোটরসাইকেল যোগে মঙ্গলকোট অবস্থিত।এখান থেকে ভ্যান করিমন যোগে বড়েঙ্গা পীর বাড়ীর মাজারে যাওয়া যায়।